Blog Details

আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৪: প্রতিযোগিতা আয়োজন ও সংবাদ সম্মেলন

ঢাকা, ২৯ জুন ২০২৪

ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব) আগামী নভেম্বর ২০২৪-এ আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতা "IDAB Excellence in Interior Design 2024"। ঘরের সাজসজ্জা ও অভ্যন্তরীণ নকশায় নিপুণতা দেখানো যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এই উপলক্ষে আজ শনিবার, রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র-এ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আইডেব। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার উদ্দেশ্য, নিয়মনীতি ও মূল্যায়ন পদ্ধতি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক শফিউল ইসলাম ও সদস্যসচিব সৈয়দ কামরুল আহসান

প্রতিযোগিতায় প্রকল্প জমা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা মানা বাধ্যতামূলক—যেমন জমাকৃত নকশায় কোনো ওয়াটারমার্ক বা লোগো থাকতে পারবে না। বিচার করা হবে নকশার প্রভাব, সৃজনশীলতা, দেশীয় ঐতিহ্যের উপস্থাপন, পরিবেশগত মূল্যবোধ ও রঙ ব্যবহারের উপর ভিত্তি করে।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পুরস্কার বিতরণ করা হবে।

আইডেব-এর আহ্বায়ক শফিউল ইসলাম বলেন, “১৯৮০ সালের পর থেকে দেশে এই পেশাটি ধীরে ধীরে এগিয়েছে। বর্তমানে প্রায় ২৫ লাখ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত এবং প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছে এই খাতে। কিন্তু এই খাতে দক্ষ পেশাজীবীদের যথাযথ স্বীকৃতি মেলে না। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের সামনে তুলে ধরতে চাই।”

এই প্রতিযোগিতা পেশাজীবীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ডিজাইন ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


Published: 29 Jun 2024