Blog Details

Special Webinar For World Interior Day 2025 By Interior Designers Association Of Bangladesh

বিশ্ব ইন্টেরিয়র দিবস ২০২৫ উদযাপন ও বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে আইড্যাবের ওয়েবিনার ঢাকা, ১ জুন ২০২৫

ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইড্যাব) গতকাল, ৩১শে মে ২০২৫ তারিখে "বিশ্ব ইন্টেরিয়র দিবস ২০২৫" উপলক্ষে এক বিশেষ অনলাইন ওয়েবিনারের আয়োজন করে। "Shaping the Future of Bangladesh’s Interior Design Industry " শীর্ষক এই ওয়েবিনারে দেশের খ্যাতনামা স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, গবেষক ও শিল্প নেতৃবৃন্দ অংশগ্রহণ করে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গভীর আলোচনা করেন।

মূল আলোচ্য বিষয় ও বক্তব্যসমূহ:
ওয়েবিনারে অংশগ্রহণকারী বিশিষ্ট বিশেষজ্ঞগণ নিম্নোক্ত গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন:

1. শফিউল ইসলাম বাবু (প্রতিষ্ঠাতা কনভেনর, আইড্যাব): "আইড্যাব প্রতিষ্ঠার সংগ্রাম, বৈধ কর্তৃপক্ষের সাথে বাণিজ্যিক সংগঠনের প্রক্রিয়া, এবং বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন পেশার ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।"

2. এ.এফ.এম. মহিউদ্দিন আখন্দ (সহযোগী অধ্যাপক, SMUCT): "ইন্টেরিয়র ডিজাইনকে নিবেদিতপ্রাণ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং স্থাপত্য পেশার সমতুল্য মর্যাদা ও মিশনের সাথে এগিয়ে যাওয়ার তাগিদ দেন।"

3. মারুফ লিয়াকত (সাধারণ সম্পাদক, বিকা ): "২০৩০ সালকে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনের 'স্বর্ণযুগ' হিসেবে গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশি ইন্টেরিয়র ডিজাইনের উপযুক্ত অবস্থান তৈরির পরিকল্পনা উপস্থাপন করেন।"

4. শফিকুল আলম শাওন** (অ্যাডমিন, ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ, IDB ): "ইন্টেরিয়র ডিজাইনকে একটি সম্মানজনক পেশায় রূপান্তরের জন্য যুক্তিসঙ্গত ডিজাইন ফি নির্ধারণ, দক্ষতার স্বীকৃতি এবং সকল স্তরের গ্রাহকের কাছে পেশাদারিত্ব পৌঁছে দেওয়ার আহ্বান জানান।"

5. সৈয়দ তাওসিফ মুনওয়ার (সাব-এডিটর ও টিভি হোস্ট, আইএবি সদস্য , সমন্বয়কারী, পিএসিবি ইন্টেরিয়র ফোরাম): "বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে টেকসই ইন্টেরিয়র ডিজাইনের গুরুত্ব তুলে ধরেন।"

6. আবু ইলিয়াস লিংকন (আইএবি সদস্য , আহ্বায়ক, পিএসিবি ইন্টেরিয়র ফোরাম): "ফ্রি ডিজাইন পরিষেবার বৈধতা রোধ ও ত্রিমাত্রিক ভিজ্যুয়ালাইজেশন/রেন্ডারিংয়েও পেশাদার ফি নিশ্চিত করার মাধ্যমে শিল্পের মানোন্নয়নের দিকনির্দেশনা দেন।"

অনুষ্ঠান সঞ্চালনা :
ওয়েবিনারটি সন্ধ্যা ৭টায় একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। আইড্যাবের পক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টেরিয়র আর্কিটেক্ট নিয়াজুর রহমান ও স্থপতি আহনাফ আজমির ।

আইড্যাবের প্রত্যাশা: ওয়েবিনারে বক্তারা একমত হন যে, তরুণ ডিজাইনারদের empowering করা, পেশাদার মানদণ্ড উন্নতকরণ এবং শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বদানের মাধ্যমে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতকে একটি সুসংগঠিত ও গতিশীল রূপ দেওয়া সম্ভব। আইড্যাব এই লক্ষ্য অর্জনে সরকার, শিল্প সহযোগী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

To See The Video Of The Webinar Click The YouTube Link Below https://www.youtube.com/watch?v=4fwZmmJpfAI

 


Published: 31 May 2025