প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইড্যাব) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন
ঢাকা, ২৬ জুলাই ২০২৫
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন পেশাজীবীদের সংগঠন ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইড্যাব) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সরন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি আর্কিটেক্ট সজীব জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শাফিউল ইসলাম, এবং বিশেষ অতিথি ছিলেন ফজলে রেজা সুমন।
সভায় আরো উপস্থিত ছিলেন:
অ্যাসোসিয়েশন অন্যন্যা পরিচালক বৃন্দ ওয়াসিম সিকদার, আর্কিটেক্ট ইসমাইল পারভেজ, সুমন প্রামাণিক, মো. এনামুল হক, মুহাম্মদ শরীফুল ইসলাম, ইরফান বাবু এবং আবদুর রহিম।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনিং খাত একটি সম্ভাবনাময় শিল্প। দেশে এটি তরুণদের জন্য একটি বড় কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে। দেশের আবাসন ও নির্মাণশিল্পের পশ্চাৎসংযোগ খাত হিসেবে ইন্টেরিয়র ডিজাইনিং একটি অপরিহার্য ভূমিকা পালন করে।
তবে, বক্তারা উল্লেখ করেন যে, শিল্পটির বিকাশে এখনো রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ—যেমন: অসহনীয় রাজস্ব কাঠামো, সহায়ক নীতিমালার অভাব এবং এজন্য সরকারের নীতিগত সহায়তা অপরিহার্য।
সরকারের প্রতি দুইটি মূল দাবি তুলে ধরা হয়:
১. ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি সার্ভিসে আরোপিত ১৫% ভ্যাট প্রত্যাহার।
২. দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইন্টেরিয়র ডিজাইন বিভাগ চালু করা।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে, আইড্যাব সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—এই শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় নীতিমালা, শুল্ক-কাঠামো হ্রাস ও শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ নিশ্চিত করা হোক। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিতভাবে কাজ করা গেলে ইন্টেরিয়র ডিজাইনিং খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পখাতে পরিণত হবে।