Blog Details

ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫:

ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর মগবাজারে সংগঠনের অফিসে পেশাগত নীতি, মানদণ্ড, ব্যবস্থাপনা ও যোগাযোগ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইন্টেরিয়র ডিজাইন খাতের বর্তমান বাজার পরিস্থিতি, পেশাদারিত্ব বজায় রাখার নীতি ও মানদণ্ড, ক্লায়েন্টের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং প্রকল্প ব্যবস্থাপনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ডিজাইনের আইনগত দিক, কপিরাইট সুরক্ষা এবং পোর্টফোলিও উপস্থাপনার আধুনিক কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কর্মশালাটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি জনাব সৈয়দ কামরুল আহসান। সহ-পরিচালক হিসেবে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সরন এবং সহ-সভাপতি স্থপতি সজীব জাহান। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পেশাদারিত্ব ও নৈতিকতা রক্ষা ছাড়া একজন ইন্টেরিয়র ডিজাইনারের সফলতা সম্ভব নয়। ক্লায়েন্টের সাথে সঠিক যোগাযোগ এবং স্বচ্ছতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কেও তারা আলোকপাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক আহবায়ক শফিউল ইসলাম, পরিচালক মুহাম্মদ আনামুল হক, মুহাম্মদ শরীফুল ইসলাম, আব্দুর রহিম, সদস্য সাইফ উদ্দিন রাসেল, আহনাফ আমীর আশরাফ, মিয়া মোঃ হোসেন, তাসনিম ইভা, মেহনাজ আলম হাফসা, শাকিল আহমেদ ও আসাদুজ্জামান প্রমুখ।
কর্মশালার অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং ভবিষ্যতের কাজ আরও সুসংগঠিতভাবে করার জন্য নতুন অনুপ্রেরণা যোগাবে।

Published: 21 Sep 2025