Blog Details

আইড্যাব ও সাতোরির মধ্যে নতুন পার্টনারশিপ: ইন্টেরিয়র ডিজাইনে নতুন দিগন্ত

আইড্যাব ও সাতোরির মধ্যে নতুন পার্টনারশিপ: ইন্টেরিয়র ডিজাইনে নতুন দিগন্ত

ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB) এবং প্রিমিয়াম ডেকোর ব্র্যান্ড সাতোরি বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করেছে।

গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর গুলশান-২-এ অবস্থিত সাতোরি শোরুমে আনুষ্ঠানিকভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে দেশের ডিজাইনার ও ক্লায়েন্টদের জন্য সৃজনশীল ইন্টেরিয়র সলিউশন এবং বিশেষায়িত কাস্টম লাইটিং সার্ভিস প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইড্যাবের সভাপতি সৈয়দ কামরুল আহসান এবং সাতোরির চেয়ারপার্সন মমতাজ হুসেইন রুনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌন্দর্য জগতের আইকন কানিজ আলমাস খান।

এই পার্টনারশিপের মাধ্যমে দেশের ইন্টেরিয়র ডিজাইনারদের কাজের পরিধি আরও বিস্তৃত হবে, পাশাপাশি ক্লায়েন্টরা তাদের রুচি ও প্রয়োজন অনুযায়ী সর্বোত্তম ডেকোর সলিউশন পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইড্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম স্মরণ, সহ-সভাপতি স্থপতি সজীব জাহান, পরিচালক ওয়াসিম শিকদার, ইরফান বাবু, সুমন প্রামাণিক, আব্দুর রহিম, সাতোরির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাওন তানভীর প্রমুখ।


Published: 27 Sep 2025