ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB) প্রথমবারের মতো আয়োজন করছে “IDAB Excellence in Interior Design Award 2024
ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪: ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB) প্রথমবারের মতো “IDAB Excellence in Interior Design Award 2024” আয়োজন করতে যাচ্ছে।
এই উপলক্ষে আজ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড (APBL) এবং IDAB-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে এশিয়ান পেইন্টস বাংলাদেশ এই সম্মাননাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানের এক্সক্লুসিভ পেইন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।
সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন এশিয়ান পেইন্টস বাংলাদেশের কান্ট্রি হেড বুদ্ধদিত্য মুখার্জী এবং IDAB-এর মহাসচিব সৈয়দ কামরুল আহসান।
উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই পুরস্কার প্রোগ্রামের মাধ্যমে দেশসেরা ইন্টেরিয়র ডিজাইনারদের স্বীকৃতি প্রদান, তাঁদের দক্ষতা উন্নয়ন, এবং সমাজে তাঁদের মর্যাদাপূর্ণ অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে একটি দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে।