“IDAB Excellence in Interior Design Awards 2024” -এর স্পনসরশিপ সাইনিং সেরিমনি
ঢাকা, ৮ এপ্রিল ২০২৫
ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB) গর্বের সঙ্গে ঘোষণা করছে “IDAB Excellence in Interior Design Awards 2024” -এর স্পনসরশিপ সাইনিং সেরিমনি, যা অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়াম ব্র্যান্ড SWISH-এর প্রধান কার্যালয়ে।
এই বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড অনুষ্ঠান—IDAB Excellence in Interior Design Awards 2024। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইনারদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং পেশাগত উৎকর্ষতাকে স্বীকৃতি প্রদান করা।
এই আয়োজন দেশের ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানে তুলে ধরার একটি বড় পদক্ষেপ।