ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)-এর ইফতার ও দোয়া মাহফিল
ঢাকা, ২২ মার্চ ২০২৫
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের বিকাশ ও পেশাদার সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB)-এর উদ্যোগে গতকাল গুলশান-১ এর ক্লাব '৮৯-এ এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থপতি সজীব জাহান-এর সঞ্চালনায় এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র আর্কিটেক্ট, স্থপতি, শিক্ষাবিদ ও শিল্পপ্রতিনিধিরা। তাঁরা ডিজাইন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ পরিকল্পনা ও টেকসই উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেন।
উল্লেখযোগ্য উপস্থিতি:
-
সৈয়দ কামরুল আহসান – প্রেসিডেন্ট, আইডিএবি
-
মোঃ সাইফুল ইসলাম সরন – সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
-
আর্কিটেক্ট সজীব জাহান – ভাইস প্রেসিডেন্ট
-
আইডিএবি নির্বাহী কমিটির সম্মানিত ডিরেক্টরবৃন্দ
শিক্ষা খাত থেকে:
-
আর্কিটেক্ট এ.এফ.এম. মহিউদ্দিন আকন্দ, সহযোগী অধ্যাপক, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি
-
ইন্টেরিয়র আর্কিটেক্ট মুহাম্মদ আবিদ আবান অভিক, সহকারী অধ্যাপক
এছাড়া ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ব্র্যাক ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের এলামনাই, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সুইস গ্লোবাল ব্র্যান্ড ও শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন ফার্মের প্রতিনিধিরা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।
আলোচনার মূল বিষয়সমূহ:
-
IDAB Excellence in Interior Design Awards 2024 এর প্রজেক্ট জমাদান, নির্বাচন মানদণ্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
-
নতুন নির্বাহী কমিটির গৃহীত পদক্ষেপ: পেশাদার প্রশিক্ষণ, গ্লোবাল নেটওয়ার্কিং এবং টেকসই ডিজাইন প্র্যাকটিস
আইডিএবি প্রেসিডেন্ট সৈয়দ কামরুল আহসান বলেন:
“ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে গতিশীল করতে শিক্ষা, শিল্প ও পেশাজীবীদের মধ্যে সংযোগ অপরিহার্য। আইডিএবি এই লক্ষ্যে নিরলস কাজ করবে।”
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুল ইসলাম সরন বলেন:
“আমরা যাত্রা শুরু করেছি। আপনারা আমাদের এই যাত্রার সহযাত্রী। আমরা এগিয়ে চলেছি স্বপ্নের গন্তব্যের পথে। ঐক্য ও সহযোগিতাই আমাদের শক্তি।”
এই আয়োজনে এশিয়ান পেইন্টস বাংলাদেশ ছিল স্পনসর হিসেবে, যারা পুরো ইভেন্টটির পেশাদারিত্ব ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটিয়েছে। আইডিএবি’র প্রধান উপদেষ্টা শফিউল ইসলাম বাবু এবং নির্বাহী কমিটির সদস্যদের সম্মিলিত সহযোগিতায় ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।