আইডিএবি’র প্রথম বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ঢাকা — ২৪ সেপ্টেম্বর ২০২৪
ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB) আয়োজন করেছে তাদের প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM) এবং সার্টিফিকেট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তানিয়া করিম। তিনি IDAB-এর প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাঁর অনুপ্রেরণাদায়ক উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থপতি সজীব জাহান। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিউল ইসলাম বাবু এবং সেক্রেটারি সৈয়দ কামরুল আহসান।
স্থপতি তানিয়া করিম তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের স্বীকৃতি পাওয়া IDAB-এর জন্য একটি বড় অর্জন, যা এই পেশার মর্যাদা ও গুরুত্বকে আরও দৃঢ় করেছে। তিনি ইন্টেরিয়র ডিজাইন শিল্পের প্রতি তাঁর গভীর আগ্রহ ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে IDAB-এর পাঁচটি ক্যাটাগরির সদস্য ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যা এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।